কিট উৎপাদনের অনুমতি পেয়েছে এএফসি অ্যাগ্রো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোমাপানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডকে দুইটি কিট উৎপাদনের জন্য এই ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ইমার্জেন্সি ইউজ অর্থোরাইজেশন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি গত ৯ ফেব্রুয়ারি এই ছাড়পত্র পেয়েছে। এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড যে দুইটি কিটস উৎপাদন করবে। ১. এএফসি ডিটেক nCoV RT-PCR কিট এবং ২. এএফসি AFCPrep Viral RNA Extraction কিট।

কোম্পানিটি জানায়, এখন খুব শিগগিরই কিট দুইটি উৎপাদন শুরু করবে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড।