চট্টগ্রামে মোটেল সৈকত রেস্তোরাঁয় আগুন নিভেছে, পুড়েছে আসবাবপত্র সরঞ্জাম
চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড
রেস্টুরেন্টের আগুন নিভেছে। সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়েছে ফায়ার
সার্ভিস। সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে
গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে তারা। সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১০টায়
আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার
সার্ভিস নন্দনকানন কার্যালয়ের ওয়্যারহাউজ ইনস্পেকটর ইমরান হোসেন বলেন, আগুনে বার
অ্যান্ড রেস্টুরেন্টের আসবাবপত্র ও সাজসজ্জার সরঞ্জাম পুড়ে গেছে। এতে ৮ থেকে ১০
লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথা
থেকে হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।
বার কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতি ১৫ থেকে ২০ লাখ টাকা হয়েছে। বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা দাবি করেছেন।
ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়,
সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন
লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ কার্যালয়ের তিনটি গাড়ি
ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে
এসেছে। ১০টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোথা
থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।
গত
বছরের ৫ আগস্ট বারটি লুটপাট হয়েছিল। এমনকি বারের স্থাপনাও কেটে লুটপাট করে নিয়ে
যায় দুর্বৃত্তরা। পরে নতুন করে সংস্কারের পর চালু হয়।