দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরছে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
চিকিৎসাধীন চারজন ক্রিটিকাল বা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আরও নয়জন রয়েছে সিভিয়ার
ক্যাটাগরিতে। তারাও শঙ্কামুক্ত নন। এই ১৩ জনসহ মোট ৩৬ জন এখন এ হাসপাতালে ভর্তি।
আজ শনিবার বিকেলে বার্ন ইন্সটিটিউট চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব
তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।
তিনি জানান, সুস্থ হয়ে ওঠা দু’জনকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সপ্তাহে
আরও ১০ জন বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন তিনি।
পরিচালক আরও জানান, চিকিৎসায় সহায়তা দিতে ভারত থেকে ২ চিকিৎসক
ও ২ নার্স, সিঙ্গাপুর থেকে ৩ চিকিৎসক ও ২ নার্স এবং চীন থেকে ৩ চিকিৎসক ও ৬ জন
সাপোর্টিং স্টাফ এসেছেন। তাদের ও এখানকার চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা
দেওয়া হচ্ছে।