টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা
দুই দফা দাবিতে টানা ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রশাসনিক
ভবনের কর্মকর্তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা
আন্দোলন চালিয়ে যাবেন।
রোববার
বিকেল ৩টা থেকে দুই দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক
ভবন ‘নো ওয়ার্ক’ কর্মসূচির আওতায় তালা ঝুলিয়ে দেন। এ সময় ভেতরে ও বাইরে
বিভিন্ন রুটিন কাজে নিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সংবাদটি লেখা পর্যন্ত রাত ১১টা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ রয়েছে। উপাচার্যের
সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালকসহ
শিক্ষক কর্মকর্তারা অবরুদ্ধ আছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এসময় তারা আরও বলেন, আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়
নির্বাচন কমিশন গঠন, ১০ কর্মদিবসের মধ্যে প্রবিধি আইন আকারে অনুমোদন এবং সিন্ডিকেট
সভার দিনেই তফসিল ঘোষণা করতে হবে। এছাড়াও, অক্টোবরের মধ্যে নির্বাচনের তারিখ
ঘোষণার দাবি জানায় তারা।
একই সাথে দ্রুত সময়ে সম্পূরক শিক্ষাবৃত্তির চূড়ান্ত বাস্তবায়নের দাবি জানান
তারা।
বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন,
“আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর নীতিমালা
সংশোধন করা হয়েছে, তবে এখনও হাতে পাইনি। আশা করছি শিগগিরই হাতে পাব। অধ্যাদেশ না
পাওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবো না। আর ১০ কার্যদিবসের মধ্যে
বিধি প্রণয়ন করে বাস্তবায়ন করা আমার এখতিয়ারে না। সুতরাং এই দাবির লিখিত আমি দিতে
পারি না। শিক্ষার্থীদের এটা বুঝতে হবে।”