কিশোরগঞ্জে যুবদল কর্মী হত্যার ঘটনায় মামলা
কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত যুবদল কর্মী ইমরানুল হক
হিমেল (৩২) হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে নিহত হিমেলের মা হালিমা খাতুন
বাদী হয়ে সদর মডেল থানায় এ হত্যা মামলা করেন। সদর উপজেলা যুবদলের
বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদকে প্রধান আসামি করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুুল্লাহ
আল মামুন জানান, মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে ৫৭ জনকে। এছাড়া অজ্ঞাতনামা
আসামি রাখা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।
উল্লেখ্য, সদর উপজেলার বৌলাই এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক
ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে এমদাদুল হক এমদাদ ও জেলা যুবদলের বহিষ্কৃত সহ-তথ্য ও
গবেষণা সম্পাদক আলী আব্বাস রাজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার
দুপুরের আগে বৌলাই পুরান বাজারে এমদাদের পক্ষের হামলায় যুবদল কর্মী ইমরানুল হক
হিমেল গুরুতর জখম হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে তিনি
মারা যান। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।
হিমেলের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ
জনতা এমদাদসহ তার কয়েক অনুসারীর বাড়িতে অগ্নিসংযোগ করে। নিহত হিমেলের শরীরে ধারালো
অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বজনরা।
ওসি আব্দুুল্লাহ আল মামুন আরও জানান, মামলায় এখনো অস্ত্র
আইনের ধারা যুক্ত করা হয়নি। তবে তদন্তে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ মিললে
অস্ত্র আইনেও মামলা যুক্ত করা হবে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, প্রধান
আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটি সংঘর্ষের ঘটনায় এমদাদ ও রাজনকে
সংগঠন থেকে বহিষ্কার করেছে। শুক্রবার রাতেই এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি
দেওয়া হয়।