মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!
সিরাজগঞ্জের তাড়াশে মো. আব্দুল হাকিম নামে এক
মুদি দোকানির এক মাসে বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। গতকাল রোববার
দুপুরে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় থাকা তাড়াশ জোনাল অফিস থেকে
পাঠানো বিলের কাগজ থেকে এ তথ্য জানা গেছে।
ভুক্তভোগী মুদি দোকানি আব্দুল হামিদ উপজেলার
তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামের মো. নজিবর রহমানের ছেলে। তিনি কৃষি কাজের
পাশাপাশি গ্রামের বাজারে মুদি দোকান পরিচালনা করেন।
আব্দুল হাকিম জানান, রোববার দুপুরে তাড়াশ জোনাল
অফিস থেকে মে মাসের বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হয়। বিল হাতে পেয়ে দেখতে পান, তার
নামে মুদি দোকানের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। অথচ এত দিনে মাসে
৩০০-৩৫০ টাকার বেশি বিল কখনও আসেনি।
তিনি আরও বলেন, ‘ছোট দোকানে এত বড় অংকের
বিদ্যুৎ বিল দেখে প্রথমে আমি বিস্মিত হই। পাশাপাশি ভয়ও পাই। পরে আমি তাড়াশ জোনাল অফিসে
ফোন করি এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাই। এ সময় তাড়াশ জোনাল অফিসে
লোকজন আমাকে অফিসে যেতে বলেন।’
এ দিকে বিদ্যুৎ বিলের কপিটি দোকানি হামিদ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন, যা মুহূর্তে ভাইরাল হয়। নেটিজনরা নানা মন্তব্য
করতে থাকেন। যা তাড়াশ জোনাল অফিসের নজরে আসে। পরে সন্ধ্যায় জোনাল অফিস থেকে বিলের
কপি সংশোধন করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল
ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. মো. শামসুজ্জামান বলেন, মুদি দোকানি আব্দুল হাকিমকে
দেওয়া বিলের কপিটিতে ‘প্রিন্ট মিসটেক’ হয়েছে। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দিয়েছি।’