‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’— মুশফিক প্রসঙ্গে জাকের
জিম্বাবুয়ের
বিপক্ষে প্রথম টেস্টে হেরে সিরিজ পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেট টেস্টে ব্যাটারদের
ব্যর্থতায় ভরাডুবি হয়েছে টাইগারদের। সেই ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন অভিজ্ঞ
ব্যাটার মুশফিকুর রহিম। দীর্ঘদিন ধরে সাদা পোশাকের ক্রিকেটে রান পাচ্ছেন না তিনি।
যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
শেষ ১২ ইনিংসে হাফ
সেঞ্চুরি নেই মুশফিকের। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের অফফর্ম নিয়ে তাই আলোচনা চলছেই।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর আলোচনা পরিণত হয়েছে চূড়ান্ত সমালোচনায়।
এমন সময়ে মুশফিকের পাশে দাঁড়িয়েছেন জাকের আলী অনিক।
জিম্বাবুয়ের বিপক্ষে
সিরিজের দ্বিতীয় টেস্টেকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন জাকের। মুশফিক প্রসঙ্গে
তিনি বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে…রান
সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে
প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’
সবাইকে ব্যাটিংয়ে দায়িত্ব
নেওয়ার তাগিদ দিয়ে জাকের বলেন, ‘ব্যাটসম্যান যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না
করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’
প্রথম
টেস্টে পেসার হাসান মাহমুদের ব্যাটিংয়ের প্রশংসা করে জাকের বলেন, ‘শেষ
ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো
লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই
চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’