প্লে–অফ ও শেষ ষোলোতে কে কার মুখোমুখি হতে পারে
৩৬ দলের নতুন কাঠামোর
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ
হলো কাল। ১৮ ম্যাচের
পাগলাটে এক রাতে নির্ধারিত
হয়ে গেছে কারা সরাসরি
শেষ ষোলোতে খেলবে, কারা প্লে-অফে
সুযোগ পেয়েছে, আর কারাই–বা
বাদ পড়েছে। এবার অপেক্ষা নকআউট
পর্বের ড্রয়ের। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার
বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে প্লে-অফ
পর্বের ড্র। শেষ ষোলোর
ড্র হবে প্লে-অফ
পর্ব শেষে।
কাল
রাতে প্রথম পর্ব শেষে পয়েন্ট
তালিকা চূড়ান্ত হওয়ার পরেই অবশ্য দলগুলো
জেনে গেছে প্লে-অফ
বা শেষ ষোলোর সম্ভাব্য
প্রতিপক্ষদের নাম। এবার লিগ
পর্বের পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতেই কে কার মুখোমুখি
হবে, সেটি নির্ধারিত হবে।
তবে একটি নয়, সব
দলই দুটি সম্ভাব্য প্রতিপক্ষের
নাম জেনেছে কাল রাত শেষে।
শীর্ষ আটটি দল সরাসরি
শেষ ষোলোয় খেলবে। ৯ম থেকে ২৪তম
স্থানে দলগুলো খেলবে প্লে-অফ পর্ব।
প্লে-অফে জায়গা পাওয়া
১৬ দলের মধ্যে পয়েন্ট
তালিকার ৯ থেকে ১৬
নম্বরকে বাছাই দল ও ১৭
থেকে ২৪ নম্বরকে অবাছাই
দল হিসেবে রাখা হয়েছে। প্লে-অফে বাছাই দলগুলো
খেলবে অবাছাই দলগুলোর বিপক্ষে।
উন্মুক্ত
ড্র নয়, আগেই সিদ্ধান্ত
নেওয়া হয়েছে ৯ ও ১০
নম্বরে থাকা দল প্লে-অফে পাবে ২৩
বা ২৪ নম্বর দলকে।
এভাবে ১১/১২ খেলবে
২১/২২, ১৩/১৪
খেলবে ১৯/২০ ও
১৫/১৬ খেলবে ১৭/১৮ নম্বর দলের
বিপক্ষে। আগামীকাল ড্রতে নির্ধারিত হবে কে কোন
দলের বিপক্ষে।
ড্রয়ের
এমন নিয়মের কারণেই ম্যানচেস্টার সিটি যেমন জেনে
গেছে, প্লে-অফে তাদের
প্রতিপক্ষ হয় রিয়াল মাদ্রিদ,
নয় বায়ার্ন মিউনিখ। রিয়াল ১১, বায়ার্ন ১২
ও সিটি ২২ নম্বর
হওয়াতেই এই বিপত্তি। ২১
নম্বর হওয়া সেল্টিকও প্লে-অফে রিয়াল অথবা
বায়ার্নকে পেতে পারে। ড্রতে
নির্ধারিত হবে এটিই।
প্লে–অফে বায়ার্নের সঙ্গেও
দেখা হতে পারে সিটিরএএফপি
শেষ
ষোলোতে ওঠা আটটি দলও
সম্ভাব্য চার প্রতিপক্ষের নাম
জেনে গেছে। যেমন পয়েন্ট তালিকার
শীর্ষ দুই দল লিভারপুল
ও বার্সেলোনা শেষ ষোলোতে খেলবে
পয়েন্ট তালিকার ১৫ থেকে ১৮
নম্বর হওয়া চার দল
পিএসজি, বেনফিকা, মোনাকো কিংবা ব্রেস্তের বিপক্ষে। এটাও নির্ধারিত হয়ে
গেছে যে শীর্ষ দুই
দল লিভারপুল ও বার্সেলোনার ফাইনালের
আগে দেখা হওয়ার কোনো
সম্ভাবনা নেই।