পাকিস্তানের চেয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ
বিশ্ব
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের টেয়ে দুই ধাপ
এগিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ৯ দলের
এই প্রতিযোগিতায় আগের দুই আসরে
সবাব শেষে থেকে আসর
শেষ করেছে বাংলাদেশ। তবে এবার আর
সবার শেষে থেকে আসর
শেষ করতে হচ্ছেনা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে এই প্রথম সপ্তম স্থান অর্জন করেছে বাংলাদেশ দল।
বাংলাদেশের
অবস্থানটা টেবিলের সাতে হবে নাকি
আটে তা নিশ্চিত হতে
অপেক্ষা করতে হতো পাকিস্তান
এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দিকে। তাদের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। আর
তাতেই পাকিস্তানকে টপকে সাতে জায়গা
করে নিয়েছে টাইগাররা।
ঘরের
মাঠে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট পাকিস্তান জয় পাওয়ার পর
ধারণা করা হচ্ছিল বাংলাদেশকে
হয়তো পিছনে ফেলে দেবে পাকিস্তান।তবে
দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে উইন্ডিজ।৩৪
বছর পর পাকিস্তানের মাটিতে
পাকিস্তানকে হারিয়েছে ১২০ রানের।
মূলত
এই সিরিজের সমতায়ই ভাগ্য খুলে দিয়েছে বাংলাদেশের।দুই
দলের কেউ ই না
জেতায় পয়েন্টের শতাংশে বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান
ও ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্ব
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে তুলনামূলক ভালো
খেলেছে বাংলাদেশ।নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত টেস্ট জয়,
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়,ওয়েস্ট ইন্ডিজে
সঙ্গে ১-১ এ
ড্র করে বাংলাদেশ।