বিজিএমইএ’র শীর্ষ নেতৃত্বে আসছেন ফারুক হাসান
আগামী দুই বছরের জন্য দেশের তৈরি পোশাকশিল্প
মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের সভাপতি হতে যাচ্ছেন
জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। তিনি সর্বাধিক ভোট পেয়ে পরিচালক
পদে বিজয়ী হয়েছেন।
তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও
চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতেই বিজয়ী হয়েছে।
এছাড়া এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বাধীন
প্যানেল ফোরাম থেকে ১১ পরিচালক পদে বিজয়ী হয়েছে।
এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে সমিতির
৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
করোনা সংক্রমণের মধ্যেও রাজধানীর হোটেল
রেডিসন ব্লু’তে গতকাল রোববার
বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়।
দীর্ঘ ৮ বছর পর দু-একটি অভিযোগ-আপত্তি
ছাড়া সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নির্বাচনে ঢাকায় ১ হাজার ৮৫৩
জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬০৪ জন ভোটার। অন্যদিকে চট্টগ্রাম নির্বাচন কেন্দ্রে
৪৬১ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩৯২ জন। অর্থাৎ গড়ে ৮৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সকাল ৯টায় শুরু করে সন্ধ্যা ৭টায় ভোট
গ্রহণ শেষে গণনা শুরু হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা
প্রকাশ করে নির্বাচনী বোর্ড।
নির্বাচনে সর্বাধিক ১ হাজার ২০৪ ভোট পেয়ে
বিজয়ী হয়েছেন ফারুক হাসান। তিনি সম্মিলিত পরিষদের প্যানেল নেতা। বিজয়ী হলে তাকে সভাপতি
নির্বাচিত করে হবে এমন ঘোষণা আগেই দিয়েছিল সম্মিলিত পরিষদের প্রার্থীরা।
নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে
বিজয়ী হয়েছেন ফোরামের প্রার্থী বিজিএমইএর বর্তমান সভাপতি রুবানা হক।
তবে ফোরামের দলনেতা এ বি এম সামছুদ্দিন
বিজয়ী হতে পারেননি। তিনি ৯০৪ ভোট পেয়ে হেরে গেছেন।
স্বাধীনতা পরিষদ নামের আরেকটি জোট সম্মিলিত
পরিষদ সঙ্গে যৌথভাবে নির্বাচন করেছে।
ঢাকায় সম্মিলিত পরিষদের বিজয়ী যারা : ফারুক হাসান, এস এম মান্নান কচি, আরশাদ জামাল, শহীদউল্লাহ আজিম, শেহরীন সালাম, আসিফ আশরাফ, মহীউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, খসরু চৌধুরী, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশীদ, রাজীভ চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাছির উদ্দিন ও সাজ্জাদুর রহমান মৃধা।
ঢাকায় ফোরামের বিজয়ীরা : ড. রুবানা হক, এম এ রহিম, মাহমুদ হাসান খান, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া অমৃত খান, ইনামুল হক খান, মিজানুর রহমান।
চট্টগ্রামে সম্মিলিত পরিষদের বিজয়ী যারা : সৈয়দ নজরুল ইসলাম, তানভীর হাবিব, এ এম শফিউল করিম, মো. হাসান, এম আহসানুল হক, রকিবুল আলম চৌধুরী, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।
চট্টগ্রামে ফোরামের বিজয়ীরা : মো. এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবদুস সালাম।
কবে দায়িত্ব নেবে নতুন কমিটি : এই ৩৫ বিজয়ী পরিচালক আগামী ১৬ এপ্রিল সভাপতি ও ৭ জন সহসভাপতি নির্বাচিত করবেন। এরপর ২০ এপ্রিল আগামী দুই বছরের জন্য নতুন কমিটির বিজিএমইএ পরিচালনার দায়িত্ব নেয়ার কথা রয়েছে।