লাল কার্ড দেখলেন নেইমার, হারল পিএসজি
লিগ ওয়ানের
সেরা দল হতে লিলের বিপক্ষে এই ম্যাচটির জেতা খু্বই প্রয়োজন ছিল প্যারিস সেন্ট জার্মেইর
(পিএসজি) জন্য। আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে বর্তমান
চ্যাম্পিয়নদের। ১-০ গোলে জয় তুলে আবারও শীর্ষে উঠে এলো লিলে। ব্যবধান গড়ে দেওয়া
গোলটি করেন জোনাথন ডেভিড। এর আগে প্রথম দেখায় লিলের মাঠে গোলশূন্য ড্র করেছিল পিএসজি।
পুরো ম্যাচের সিংহভাগ আধিপত্য রেখেছে পিএসজি।
ম্যাচের ৬৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে। এই সময়ে শট নিয়েছে ১৬টি, যার মধ্যে তিনটিই
ছিল অনটার্গেট শট। কিন্তু, একটিও জালে পাঠাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।
উল্টো ২০তম মিনিটে গোল খেয়ে বসে ফরাসি
চ্যাম্পিয়নেরা। সতীর্থের পাস ডি-বক্সে পান ডেভিড। ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে
নেন তিনি।
ম্যাচের শেষ দিকে বড় ধাক্কা খায় পিএসজি।
৯০ মিনিটের সময় লিলের ডিফেন্ডার তিয়াগোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে যান নেইমার। অহেতুক ফাউলের
শিকার হলে তিয়াগোকে ধাক্কা মেরে বসেন তিনি। এরপর রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান নেইমারকে।
তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি। উত্তেজনায় ভরা ম্যাচটিতে হার নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।