ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া এখনও বেশ জটিল

বাংলাদেশে ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া এখনও বেশ জটিল বলে মনে করেন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক
মাহমুদ বিন হারুন। তিনি বলেছেন, ব্যবসা শুরু করার জন্য উদ্যোক্তাদের বিভিন্ন
দপ্তরে সরাসরি গিয়ে কাজ করতে হয়। এতে অনেক সময় তাদের দুর্নীতি ও হয়রানির মুখে পড়তে
হয়।
গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী
সম্মেলনে কেন্দ্রে ১২তম এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন। এ ছাড়া সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সম্মানিত অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক
আনোয়ার হোসেন চৌধুরী।
আশিক চৌধুরী বলেন, সরকারি সেবা নিতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি দুর্নীতির
মুখোমুখি হন, তাহলে তাদের ব্যবসায়িক কাঠামো ভেঙে পড়ে। তাই সেবা ও প্রক্রিয়াগুলো
ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার চেষ্টা চলছে। বিদেশি দাতা সংস্থার সহায়তায় একীভূত
ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। ফলে এক অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীরা
নিবন্ধন-সম্পর্কিত সব সেবা পাবেন।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা স্থানীয় ব্যবসায়ীদের অংশীদার
হতে উদ্যোক্তা খোঁজেন। দেশের ব্যবসায়ীরাও বিদেশি বিনিয়োগকারী খোঁজেন। এই দুই
পক্ষকে মিলিয়ে দেওয়া বাস্তবে বেশ জটিল। তাই এই সমস্যা দূর করতে ডিজিটাল
প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেখানে উদ্যোক্তারা নিজেদের তথ্য নিবন্ধন করতে
পারবেন। বিদেশি বিনিয়োগকারীরা সহজেই ব্যবসায়ীদের খুঁজে নিতে পারবেন।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী),
বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী), বর্ষসেরা
ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) ও বর্ষসেরা
স্টার্টআপ—এই মোট ছয় শ্রেণিতে পাঁচ উদ্যোক্তা ও এক প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া
হয়।
অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন
সারাদেশে ১৭৭টি এসএমই ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারের উন্নয়নে প্রয়োজনীয়
অবকাঠামো সম্প্রসারণসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে
শিল্প স্থাপন না করে বিসিক, এসএমই বা নির্ধারিত শিল্পনগরীতে কারখানা স্থাপনে এগিয়ে
আসতে হবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন,
এসএমই খাতে বড় সমস্যা এখনও ঋণের সুদের হার। ছোট উদ্যোক্তাদের জন্য সুদহার ১৫ শতাংশ
এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য ১৩ থেকে ১৪ শতাংশ। এসএমই ঋণ বিতরণ ২ শতাংশ কমেছে।
কেননা বড় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না।








