সম্প্রসারণের ধারায় অর্থনীতি, তবে গতি কমেছে

সম্প্রসারণের ধারাতেই আছে দেশের অর্থনীতি। তবে সম্প্রসারণের গতি কমে গেছে। যে কারণে গত নভেম্বর মাসে দেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) স্কোর আগের মাস অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৮ পয়েন্ট কমে হয়েছে ৫৪। 

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত পিএমআই সম্পর্কিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। নভেম্বর মাসের প্রতিবেদন গতকাল রোববার প্রকাশ করা হয়। 

উল্লেখ্য, পিএমআই ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। স্কোর ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর স্কোর ৫০ থাকার অর্থ ওই মাসে কোনো পরিবর্তন হয়নি। 

এমসিসিআই ও পিইবির প্রতিবেদনে বলা হয়, উৎপাদন খাত টানা ১৫ মাস ধরে সম্প্রসারণ বজায় রেখেছে। তবে নভেম্বরে সম্প্রসারণের গতি কমেছে। একই প্রবণতা দেখা গেছে নির্মাণ, কৃষি ও সেবা খাতে। 

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, নভেম্বরের পিএমআই অনুসারে অর্থনৈতিক সম্প্রসারণের গতি দুর্বল হয়ে এসেছে। এটি বৈশ্বিক চাহিদা ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কম থাকার কারণে রপ্তানি খাতে চাপ, অভ্যন্তরীণ চাহিদার পতন এবং জাতীয় নির্বাচনের আগে ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ স্থগিত রাখার প্রবণতার ফল।