পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে মিউচুয়াল ফান্ডগুলোকে সুরক্ষা প্রদান করা দরকার।
বর্তমানে দেশের শেয়ারবাজারে
ব্যাংকিং খাতের সক্রিয়তা নেই বললেই চলে। আগে যেসব ব্যাংক বড় অঙ্কের বিনিয়োগ করতো,
এখন তারা নানা নিয়ন্ত্রক জটিলতা ও তারল্য সংকটের কারণে বাজার থেকে সরে এসেছে। এই প্রেক্ষাপটে,
মিউচুয়াল ফান্ড খাতই একমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে কিছুটা হলেও বাজারে
তারল্য সরবরাহ করছে এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার চেষ্টা করছে। এই খাতকে সুরক্ষা
ও উৎসাহ প্রদান করা না হলে শেয়ারবাজার আরও দুর্বল হয়ে পড়বে।