ইরানের সামরিক স্থাপনায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা
চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম ইরানের কেরমানশাহ শহরে
সামরিক অবকাঠামো চালানো হয় এ বিমান হামলা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ
তথ্য জানিয়েছে।
এর আগে, ইরানের রাষ্ট্রীয়-অনুমোদিত নুর নিউজ
জানিয়েছে, সোমবার ভোরে তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি বৃহৎ সামরিক
কমপ্লেক্স পারচিনে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর সিএনএনের।
এর আগে শনিবার মধ্যরাতের পর ইরানের তিন
পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন মিডনাইট হ্যামার’
নামে ওই সামরিক অভিযান শেষ করে একটি বি-২ স্টেলথ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের
মিজৌরি ঘাঁটিতে ফিরে গেছে বলে।
রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, ইরান মিশনে অংশ
নেওয়া বি-২ স্টেলথ বোমারু বিমানের পাইলটরা নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন।