সৈয়দ মঞ্জুর এলাহীর ২৪ কোটি টাকার অ্যাপেক্সের শেয়ার পেলেন দুই সন্তান
চামড়া খাত ও জুতা তৈরির শীর্ষস্থানীয় দেশীয় প্রতিষ্ঠান অ্যাপেক্স
ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর নামে থাকা কোম্পানিটির
শেয়ার তাঁর দুই উত্তরসূরির মধ্যে স্থানান্তর করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত
কোম্পানি হিসেবে নিয়ম অনুযায়ী গতকাল সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো
হয়েছে।
কোম্পানিটি
জানিয়েছে, প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর নামে অ্যাপেক্স ফুটওয়্যারের ১১ লাখ ৫০ হাজার
৪৯৫টি শেয়ার ছিল। এই শেয়ার তাঁর দুই সন্তান সৈয়দ নাসিম মঞ্জুর ও মুনিজে মঞ্জুরের
মধ্যে সমভাবে স্থানান্তর করা হয়েছে। শেয়ারবাজারে গতকাল অ্যাপেক্স ফুটওয়্যারের
প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২০৭ টাকা। সেই হিসাবে প্রয়াত মঞ্জুর এলাহীর নামে
থাকা শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২৪ কোটি টাকা। ২৪ কোটি টাকা মূল্যের এই
শেয়ারের মধ্যে ১২ কোটি টাকার করে শেয়ার পেয়েছেন নাসিম মঞ্জুর ও মুনিজে মঞ্জুর।
বর্তমানে নাসিম মঞ্জুর অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মুনিজে মঞ্জুর
পরিচালকের দায়িত্বে রয়েছেন।
অ্যাপেক্স ফুটওয়্যার জানিয়েছে, প্রয়াত বাবার কাছ থেকে উত্তরাধিকার
সূত্রে পৌনে ৬ লাখ শেয়ার পাওয়ার ফলে সৈয়দ নাসিম মঞ্জুরের হাতে থাকা কোম্পানিটির
শেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৬ হাজার ৪০টি। গতকালের কোম্পানিটির শেয়ারের
দাম অনুযায়ী নাসিম মঞ্জুরের হাতে থাকা শেয়ারের বাজারমূল্য প্রায় ৩৪ কোটি টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের প্রায় ১১ শতাংশ এখন নাসিম মঞ্জুরের হাতে।
এর
আগে সৈয়দ মঞ্জুর এলাহীর হাতে থাকা বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি)
প্রায় ৩৭ কোটি টাকার শেয়ার পেয়েছেন তাঁর দুই সন্তান। ব্যাংকের অন্যতম উদ্যোক্তা
হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহীর হাতে থাকা ব্যাংকটির প্রায় ৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার
শেয়ারও তাঁর দুই সন্তানের মধ্যে সমভাবে বণ্টন করা হয়েছিল।
গত
১২ মার্চ সৈয়দ মঞ্জুর এলাহী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স
হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর আগপর্যন্ত অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যানের দায়িত্বে
ছিলেন বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তা। তাঁর মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে তাঁর সম্পদ
ও শেয়ার সন্তানদের মধ্যে হস্তান্তর করা হচ্ছে।