ছুটির নেশা পেয়ে বসেছে ফুটবল কোচ ক্যাবরেরাকে!
ছুটি কাটিয়ে ২২ এপ্রিল এসেছেন ঢাকায়। ময়মনসিংহে
আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনাল খেলা সেদিন দেখেছিলেন।
পাঁচ দিন না যেতেই আবার ছুটিতে নিজ দেশ স্পেনে চলে গেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। যেন
ছুটির নেশা পেয়ে বসেছে জাতীয় ফুটবল দলের কোচকে।
বাংলাদেশের ফুটবলে ছুটির ইস্যুতে সবচেয়ে বেশি
সমালোচিত ছিলেন জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। চুক্তির বাইরেও বেশি ছুটি
কাটিয়েছিলেন ইংলিশ এ কোচ। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলার
পর ছুটিতে চলে যান ক্যাবরেরা। গত মঙ্গলবার বাংলাদেশে আসার পর ১০ জুন সিঙ্গাপুরের
বিপক্ষে জাতীয় দলের পরিকল্পনা তাঁর কাছে জানতে চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরা ক্যাবরেরার হঠাৎ নিজ দেশে চলে যাওয়াকে ভালোভাবে দেখছেন
না বাফুফের নির্বাহী কমিটির অনেকে।
গতকাল ক্যাবরেরার ছুটির বিষয়ে জানতে চাইলে
বাফুফে সাধারণ সম্পাদক বল ঠেলে দেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কোর্টে। বিকেলে
ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘আমি
যতটুকু জানি তাঁর (ক্যাবরেরা) বাবা অসুস্থ, তাই স্পেন গেছেন। পারিবারিক সমস্যা হলে
তো করার কিছু থাকে না। আশা করি, তিনি শিগগিরই দেশে ফিরবেন।’