কবিতার উদ্ধৃতি দিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
কাশ্মীরের
পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা
উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও সৌদি আরব। ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই প্রস্তাবের সঙ্গে যুক্ত করেছেন ত্রয়োদশ
শতাব্দীর বিখ্যাত ফার্সি কবি সাদি শিরাজির লেখা 'বনি আদম' কবিতার একটি অংশ, যেখানে
বলা হয়েছে, 'মানুষ এক অখণ্ড সত্তার অংশ, সৃষ্টিতে তাদের মূল এক ও অভিন্ন। যদি একজন
ব্যথিত হয়, তবে অন্যরাও স্বস্তিতে থাকতে পারে না।'
শুক্রবার (২৫ এপ্রিল)
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি ভারত ও পাকিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম
প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের সঙ্গে ইরানের রয়েছে
শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধন। এই বন্ধনের কথা মনে করিয়ে দিয়ে তিনি
বলেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বোঝাপড়া
বৃদ্ধির লক্ষ্যে তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস আরাগচির এই
আহ্বানকে মানবিক সংবেদনশীলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০০৯ সালে
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইরানি জনগণকে নওরোজের শুভেচ্ছা জানাতে
গিয়ে ‘বনি আদম’ কবিতার চরণ উদ্ধৃত করেছিলেন।
শুধু ইরান নয়,
মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ শক্তি সৌদি আরবও ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি
প্রতিষ্ঠায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল
বিন ফারহান ইতোমধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা
বলেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এস জয়শঙ্কর এক বিবৃতিতে জানিয়েছেন, 'সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন
ফারহানের সঙ্গে ফোনালাপে পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং সীমান্তের ওপার থেকে এর
সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়েছে।'
পেহেলগামের
সাম্প্রতিক হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যার মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এই
ঘটনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে আবারও উত্তেজনা
বৃদ্ধি পেয়েছে।








