এনএসইউ পরিদর্শনে চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
নর্থ
সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত শিক্ষা সহযোগিতাবিষয়ক একটি সেমিনারে
অংশগ্রহণ করেছে চীনের ইউনান প্রদেশের ১৪ সদস্যের একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দল।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত শিক্ষা সহযোগিতাবিষয়ক
একটি সেমিনারে অংশগ্রহণ করেছে চীনের ইউনান প্রদেশের ১৪ সদস্যের একটি উচ্চশিক্ষা
প্রতিনিধি দল। এনএসইউর সিন্ডিকেট হলে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়
ইউনান শিক্ষা বিভাগের উপপরিচালক ঝাও ডেরংয়ের নেতৃত্বে প্রদেশটির শীর্ষ দশটি
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা অফিসের পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারা
উপস্থিত ছিলেন। এছাড়া এনএসইউর পক্ষে ছিলেন উপাচার্য আবদুল হান্নান চৌধুরী,
কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) আবদুর রব খান, এক্সটার্নাল অ্যাফেয়ার্স
অফিসের পরিচালক ড. সিনথিয়া ম্যাককিনি প্রমুখ।