সংস্কারের সব পজিটিভ সিদ্ধান্তকে সমর্থন জানাবে জামায়াত ইসলামী
সংস্কারের সব পজিটিভ (ইতিবাচক) সিদ্ধান্তকে
জামায়াত ইসলামী সমর্থন জানাবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ
মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা বলেছি- এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত
সিদ্ধান্তের পরে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে
রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস
একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয়
ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। বিভিন্ন দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা
করা হবে, বৈঠকে সে বিষয়ে কথা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।
তিনি বলেন, আজ বিস্তারিত কোনো আলোচনা হয়নি।
তারা আমাদের সংস্কারের রিপোর্ট বই দেবেন, সেই বই পর্যালোচনা করে জামায়াত ইসলামী
এবং সরকারের যে টিম রয়েছে তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানে আলোচনা করে আমরা
মূল সিদ্ধান্ত জানাব।
জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা বলেছি, যে
সংস্কারটা প্রয়োজন তাতে আমরা ঐকমত্য এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে।