দলে না থাকলেও হাসান মাহমুদ যাচ্ছেন দুবাই, জানা গেল কারণ
চ্যাম্পিয়ন্স
ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ
দলে জায়গা হয়েছে চার পেসারের। তারা
হলেন–তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি
পেসার হাসান মাহমুদের। তবে দলের সঙ্গে
ঠিকই দুবাই যাচ্ছেন তিনি।
জানা
গেছে, প্রস্তুতির জন্য হাসান মাহমুদকে
দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে টুর্নামেন্ট
শুরুর আগে তাকে ফেরত
পাঠানো হবে।
হাসান
এখন মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে চ্যাম্পিয়ন্স
ট্রফির দলে থাকা ক্রিকেটারদের
সঙ্গে অনুশীলন করছেন। এছাড়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসানদেরও
এই ক্যাম্পে রেখেছে বিসিবি। এর মধ্যে হাসানকে
উড়িয়ে নেওয়া হবে দুবাইয়েও।
চ্যাম্পিয়ন্স
ট্রফির আগে পাকিস্তান ‘এ’
দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ
খেলার কথা রয়েছে বাংলাদেশের।
প্রসঙ্গত,
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু
হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতের
বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি
নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি
পাকিস্তানের বিপক্ষে খেলবেন শান্ত-মুশফিকরা।