স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দিল পুলিশ
জুলাই
হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার
প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার
পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ।
রবিবার
(২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
(ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ
থেকে মিছিলটি হাইকোর্ট মাজার গেটে আসতেই আটকে
দেয় পুলিশ। তবে সেখানে কোনো
অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে, দুপুর আড়াইটায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে
একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা।
এ সময় তারা চার
দফা দাবি তুলে ধরেন।
সমাবেশে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি
বলেন, ‘আইন উপদেষ্টা পোস্ট
দিচ্ছেন, বিচার করতে হবে। আপনার
কাছে প্রশ্ন, কারা বিচার করবে?
যখন উপদেষ্টা ছিলেন না তখন বলতেন,
এটা করবো সেটা করবো।
গত ছয় মাসে কোন
জিনিসটা করেছেন?’
তিনি
বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে যত আওয়ামী লীগ
ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আছে, অতি দ্রুত
তাদের গ্রেপ্তার করতে হবে।
আমরা
দেখছি, বিসিএস কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন। আপনারা কী করেন?’
ইনকিলাব
মঞ্চের মুখপাত্র আরো বলেন, ‘আমরা
আর কোনও সেনাবাহিনী, নৌবাহিনীর
বিরুদ্ধে দাঁড়াবো না। এখন সময়
সুশীল সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর। চট্টগ্রামের নেভির দাওয়াতে কীভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা উপস্থিত থাকে?’
সমাবেশে
বক্তারা জুলাই বিপ্লবে যেসব হত্যাকাণ্ড সংঘটিত
হয়েছে অবিলম্বে সেসবের বিচার করার দাবি জানান।