পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট
বারবার
নেতিবাচক খবরে উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম। বিপিএলের চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন দলটির ক্রিকেটাররা। গুঞ্জন ছিল টাকা না পেয়ে ঢাকায় বিপিএলের শেষ পর্বের ম্যাচ বয়কট করবেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
রোববার
(২৬ জানুয়ারি) ঢাকায় বিপিএলের শেষ পর্বের প্রথম
দিনের দ্বিতীয় ম্যাচে পুর রাইডার্সের বিপক্ষে
মাঠে নামছে রাজশাহী। এই ম্যাচে রাজশাহীর
একাদশে নেই কোনো বিদেশি
ক্রিকেটার। সব দেশি ক্রিকেটার
নিয়েই রংপুরের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী।
ম্যাচের
আগেই বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেলেও ঠিকই
পেয়েছেন দেশি ক্রিকেটাররা। পারিশ্রমিকের
খাম পাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে
পোস্ট করেন রাজশাহীর ব্যাটার
এনামুল হক বিজয়। পোস্টের
ক্যাপশনে বিজয় রাজশাহীর আঞ্চলিক
ভাষায় লিখেছেন, ‘অল ইজ ওয়েল,
লে ঘিরে লে।’
পারিশ্রমিক
না পেয়ে রাজশাহীর বিদেশি
ক্রিকেটাররা মাঠেই আসেননি। এ প্রসঙ্গে বিসিবি
পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন,
'দুঃখজনক তো অবশ্যই। এটা
অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা
ঘটছে সবকিছুই অনাকাঙিক্ষত। এটা এটি নিয়ে
আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের
করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও
এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু
প্রতিনিয়ত নতুন নতুন জিনিস
দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে,
অস্বীকার করার কিছু নেই।'