একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর তুলনা চলে না: ভিপি নুর

একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর গণ আন্দোলনের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 


আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গণ-অধিকার পরিষদের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা জানান।

৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে গণ-অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। সময় ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। কোটা আন্দোলন জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।

গণ-অধিকার পরিষদের দুটি অংশকে আবার একীভূত করার ঘোষণা দিয়ে ভিপি নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ-অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারেন। আমি আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে তারা সবাই যুক্ত হবেন।