শেয়ার বাজারে স্থানীয় বিনিয়োগকারী বাড়লেও বিদেশিদের সংখ্যা কমেছে
দেশের শেয়ার বাজারে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যা কমছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলেছে, গত চার মাসে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাবে বেড়েছে প্রায় সাড়ে ১২ হাজার। অবশ্য চলতি বছরের শুরুর তুলনায় বর্তমানে শেয়ার বাজারে প্রায় ১ লাখ বিও হিসাব কম রয়েছে। বিও হলো শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউজ অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ার বাজারে লেনদেন করেন। আর বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।