ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত মারা গেছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওয়াজেদের বাবা হাজী আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সীমান্ত। পথে নারায়ণগঞ্জ শহরের মিন্নত আলী শাহ্ মাজারের সামনে ২০ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।
সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন। পরিবারের সঙ্গে নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকায় থাকতেন তিনি।
হাজী আলম জানান, কলেজে যাওয়ার উদ্দেশে সীমান্ত ভোরে বাসা থেকে বের হন। মিন্নত আলী শাহ্ মাজারের সামনে ছিনতাইকারীরা পথরোধ করে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সীমান্ত বাধা দিলে ছিনতাইকারীরা মাথা, পেট ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সীমান্তকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ছুরিকাঘাতের ঘটনায় নিহতের পরিবারের মামলা করার কথা ছিল। পরে তারা আসেননি। আইন অনুযায়ী হত্যা মামলা হবে।








