চট্টগ্রামে আলিফ হত্যায় চিন্ময়কে আসামি করার দাবি আইনজীবীদের
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করার দাবি জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত শোক বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী এই দাবি জানান। এর আগে বিক্ষোভ মিছিল আদালতের দোয়েল ভবন চত্বর থেকে শুরু হয়। নগরীর লালদীঘি মোড়, কোতোয়ালি থানা মোড়, নিউমার্কেট মোড়, আমতল মোড়, সিনেমা প্যালেস মোড় ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয়। দোয়েল চত্বরে সমাবেশ করেন আইনজীবীরা।
সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, গত মঙ্গলবার সাইফুল হত্যাসহ আদালত প্রাঙ্গণে সহিংসতার সব ঘটনায় চিন্ময়ের ইন্ধন রয়েছে। তাই সবগুলো মামলায় চিন্ময় দাসকে আসামি করতে হবে। আমি সব সময় বলে এসেছি, এ ঘটনার জন্য পুলিশ দায়ী। আমরা চট্টগ্রামে অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে আদালতে আনতে দেখেছি। পুলিশ তাদের সমর্থকদের কাছে ভিড়তে দেয়নি। কিন্তু চিন্ময় দাসকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়, তখন তার সমর্থকেরা গাড়ি আটকে রেখেছিল। চিন্ময়কে পুলিশের মাইক ব্যবহার করতে দেওয়া হয়েছে। তিনি মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তার ওই বক্তব্যের পর এক পর্যায়ে ভাঙচুর ও সন্ত্রাসের সূত্রপাত। এরপর সাইফুলকে হত্যা করা হয়।
সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের সভাপতি আবদুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, সমিতির সহসাধারণ সম্পাদক কাশেম কামাল প্রমুখ।
এদিকে আইনজীবী হত্যার পর আইনজীবীরা কর্মবিরতি পালন করায় গত বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম বন্ধ ছিল। গতকাল রোববার থেকে তা স্বাভাবিক হয়েছে।








