ভবিষ্যৎ কী, কোচের সঙ্গে আলোচনায় বসবেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডে
ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ কী? পর্তুগিজ যুবরাজ কি এই মৌসুমেও ওল্ড ট্রাফোর্ডে
থাকবেন? সংশয়-সন্দেহ বেশ কয়েকদিন ধরেই। রোনালদোর সঙ্গে বেশ কয়েকটি ক্লাব যোগাযোগ
করেছে, ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন তার এজেন্টও।
তবে তার আগে তো জানতে হবে, ইউনাইটেডে ভবিষ্যৎ কী! কোচ এরিক টেন হাগ
রোনালদোকে নাকি বিক্রি করতে চাইছেন না। তাই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী
তারকাকে বুঝিয়ে শুনিয়ে রাখতে আলোচনায় বসবেন চলতি সপ্তাহেই।
পারিবারিক কারণে ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া
সফরে ছিলেন না রোনালদো। সোমবার বিকেলে যুক্তরাজ্যে ফিরেছেন তিনি।
টেন হাগ তার সঙ্গে দ্রুতই আলোচনায় বসতে চান। যদিও রোনালদোর এজেন্ট
চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন ক্লাব খুঁজতে। কেননা পর্তুগিজ তারকা চান চলতি মৌসুমে
চ্যাম্পিয়নস লিগ খেলতে। আর ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে নেই এবার।
কিন্তু কোন ক্লাবে যাবেন রোনালদো? চলতি মাসের শুরুতে চেলসি তার
এজেন্টের সঙ্গে আলাপ করলেও এখন আর আগ্রহ দেখাচ্ছে না। জানা গেছে, বায়ার্ন মিউনিখও
রোনালদোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।
অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য এখনও চায় সিআরসেভেনকে। তবে সেটা করতে
হলে ক্লাবটিকে অবশ্যই কয়েকজন খেলোয়াড় বিক্রি করতে হবে। সেটা ঠিকঠাকভাবে হলে আর
টাকার অংক মিললেই কেবল স্প্যানিশ ক্যাপিটালে ফেরার সম্ভাবনা থাকবে সাবেক রিয়াল
মাদ্রিদ তারকার।








